পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
- পরীক্ষার তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬
- পরীক্ষার সময়: সকাল ১০.০০ টা - ১১.৩০ টা
- অঞ্চল: দক্ষিণাঞ্চল, খুলনা
- ওয়েবসাইট: bdpost.gov.bd বা সংশ্লিষ্ট টেলিটক পোর্টাল
পরীক্ষার তারিখ ও সময় (Exam Date and Time)
আগামী ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার (24 January 2026, Saturday) সকাল ১০.০০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
যেসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে (List of Posts)
রাজস্ব খাতের অধীনে নিম্নলিখিত পদের জন্য এই নিয়োগ পরীক্ষা (Recruitment Exam) নেওয়া হবে:
- সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (Stenotypist)
- উচ্চমান সহকারী (Upper Division Assistant - UDA)
- কম্পিউটার মুদ্রাক্ষরিক (Typist)
- বাবুর্চি/এটেনডেন্ট (Cook/Attendant)
- গার্ডেনার (Gardener)
- পরিচ্ছন্নতা কর্মী (Sweeper/Cleaner)
পরীক্ষা কেন্দ্রসমূহ (Exam Centers)
খুলনার বয়রা এলাকার নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রধান কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে: ১. খুলনা পাবলিক কলেজ (Khulna Public College, Boyra) ২. খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (Khulna Govt. Model School and College) এছাড়া আবেদনের সংখ্যা অনুযায়ী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও সিট বিন্যাস করা হয়েছে।
আরও পড়ুন:
প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া (Admit Card Download Process)
যোগ্য প্রার্থীরা ডাক বিভাগের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) ব্যবহার করে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র সাথে রাখা বাধ্যতামূলক।





