বিটিসিএল গ্রাহকদের বড় সুখবর: একই দামে ইন্টারনেটের গতি বাড়লো ৩ গুণ

ইন্টারনেট প্যাকেজ
ইন্টারনেট প্যাকেজ | ছবি: এখন টিভি
2

দেশের সরকারি টেলিকম সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (BTCL New Internet Packages) তাদের গ্রাহকদের জন্য ইন্টারনেটের গতি (Internet Speed) বাড়ানোর এক বিশাল ঘোষণা দিয়েছে। গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করতে মাসিক খরচ (Monthly Cost) অপরিবর্তিত রেখেই বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের গতি ৩ গুণ পর্যন্ত বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বিটিসিএলের নতুন গতির বিশেষ প্যাকেজসমূহ একনজরে

বিটিসিএল তাদের নতুন প্যাকেজে একই মূল্যে কয়েক গুণ বেশি গতি দিচ্ছে:

  • সাশ্রয়ী-২০: ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস।
  • সাশ্রয়ী-২৫: ৫০০ টাকায় ২৫ এমবিপিএস।
  • সাশ্রয়ী-৫০: ৮০০ টাকায় ৫০ এমবিপিএস।
  • সাশ্রয়ী-১০০: ১০৫০ টাকায় ১০০ এমবিপিএস।

আরও পড়ুন:

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএল নতুন প্যাকেজ ও তালিকা (BTCL Upgraded Packages List)

নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে আগের চেয়ে অনেক বেশি গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপগ্রেড করা প্রধান প্যাকেজগুলো নিচে দেওয়া হলো:

সাশ্রয়ী-২০ (Sasroyi-20): মাসিক ৩৯৯ টাকায় আগের ৫ এমবিপিএস (5 Mbps) এখন ২০ এমবিপিএস।

সাশ্রয়ী-২৫ (Sasroyi-25): মাসিক ৫০০ টাকায় আগের ১২ এমবিপিএস এখন ২৫ এমবিপিএস।

ক্যাম্পাস-৫০ (Campus-50): শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের পরিবর্তে এখন ৫০ এমবিপিএস।

সাশ্রয়ী-১০০ (Sasroyi-100): ১০৫০ টাকায় আগের ২০ এমবিপিএস এখন ১০০ এমবিপিএস।

সাশ্রয়ী-১২০ (Sasroyi-120): ১১৫০ টাকায় আগের ২৫ এমবিপিএস এখন ১২০ এমবিপিএস।

সাশ্রয়ী-১৫০ (Sasroyi-150): ১৫০০ টাকায় ৪০ এমবিপিএসের বদলে এখন ১৫০ এমবিপিএস।

আরও পড়ুন:

নতুন গতির প্যাকেজ ঘোষণা বিটিসিএলের-ডিজিটাল রূপান্তরে নতুন পদক্ষেপ (Step Towards Digital Transformation)

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন শিক্ষা (Online Education), অফিশিয়াল কাজ (Office Work), ভিডিও স্ট্রিমিং (Video Streaming) এবং অনলাইন গেমিংয়ের (Online Gaming) ক্ষেত্রে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট (Reliable Internet) প্রদানের মাধ্যমে দেশের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) |ছবি: এখন টিভি

দাম একই রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনলো বিটিসিএল, কোন প্যাকেজে কত গতি (BTCL Upgraded Speed Chart)

বর্তমান প্যাকেজের নামআগের প্যাকেজ ও গতিবর্ধিত গতি (Speed)মাসিক মূল্য (টাকা)
সাশ্রয়ী-২০সুলভ-৫ (৫ Mbps)২০ Mbps৩৯৯/-
সাশ্রয়ী-২৫সুলভ-১২ (১২ Mbps)২৫ Mbps৫০০/-
ক্যাম্পাস-৫০ক্যাম্পাস-১৫ (১৫ Mbps)৫০ Mbps৫০০/-
সাশ্রয়ী-৫০সুলভ-১৫ (১৫ Mbps)৫০ Mbps৮০০/-
সাশ্রয়ী-১০০সুলভ-২০ (২০ Mbps)১০০ Mbps১০৫০/-
সাশ্রয়ী-১২০সুলভ-২৫ (২৫ Mbps)১২০ Mbps১১৫০/-
সাশ্রয়ী-১৩০সুলভ-৩০ (৩০ Mbps)১৩০ Mbps১৩০০/-
সাশ্রয়ী-১৫০সুলভ-৪০ (৪০ Mbps)১৫০ Mbps১৫০০/-
সাশ্রয়ী-১৭০সুলভ-৫০ (৫০ Mbps)১৭০ Mbps১৭০০/-

বিটিসিএল (BTCL) বর্তমানে তাদের ইন্টারনেটের গতি ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি করায় অনেক গ্রাহকই নতুন সংযোগ নিতে আগ্রহী হচ্ছেন। আপনার এলাকায় বিটিসিএল-এর উচ্চগতির জিপন (GPON) ইন্টারনেট সেবা আছে কি না এবং কীভাবে নতুন সংযোগ নেবেন, তার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

১. আপনার এলাকায় বিটিসিএল সেবা আছে কি না যাচাইয়ের নিয়ম

আপনার এলাকায় বিটিসিএল-এর সেবা বা নেটওয়ার্ক কাভারেজ আছে কি না তা যাচাই করার সহজ উপায়গুলো হলো:

বিটিসিএল ওয়েবসাইট: বিটিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট btcl.gov.bd ভিজিট করে আপনার এলাকার নাম দিয়ে কাভারেজ ম্যাপ দেখতে পারেন।

হেল্পলাইন ১৬৪০২: যেকোনো মোবাইল থেকে বিটিসিএল-এর কল সেন্টার নম্বর ১৬৪০২-এ কল করে আপনার নির্দিষ্ট এলাকা বা বাসার ঠিকানা বললে তারা জানিয়ে দেবে সেখানে বিটিসিএল-এর ফাইবার অপটিক নেটওয়ার্ক আছে কি না।

আশেপাশের বিটিসিএল অফিস: আপনার নিকটস্থ বিটিসিএল এক্সচেঞ্জ অফিসে সরাসরি যোগাযোগ করে লাইনম্যান বা কর্মকর্তাদের মাধ্যমে নিশ্চিত হতে পারেন।

আরও পড়ুন:

২. বিটিসিএল নতুন সংযোগ নেওয়ার পদ্ধতি (Application Process)

বিটিসিএল-এর নতুন ইন্টারনেট সংযোগ (New Connection) নেওয়ার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

অনলাইন আবেদন: বিটিসিএল-এর 'Telesheba' মোবাইল অ্যাপ অথবা তাদের ওয়েবসাইট থেকে অনলাইনে নতুন সংযোগের জন্য আবেদন করা যায়।

প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে।

ইন্টারনেটের নতুন প্যাকেজ ঘোষণা |ছবি: এখন টিভি

কানেকশন চার্জ: আবেদনের পর বিটিসিএল থেকে সংযোগের জন্য ডিমান্ড নোট ইস্যু করা হবে। নির্ধারিত ডিমান্ড নোটের টাকা (কানেকশন চার্জ ও জামানত) ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

লাইন স্থাপন: টাকা জমা দেওয়ার কয়েক দিনের মধ্যে বিটিসিএল-এর টেকনিশিয়ানরা আপনার বাসায় এসে অপটিক্যাল ফাইবার লাইন টেনে দেবেন এবং রাউটার কনফিগার করে দেবেন।

আরও পড়ুন:


এসআর