‘স্লো-পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয়েছিল আ. লীগ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অত্যাচার, অনাচার ও স্লো-পয়জনিংয়ের মাধ্যমে আওয়ামী সরকার খালেদা জিয়াকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পর রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করে মির্জা আব্বাস এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘অত্যাচার, অনাচার ও স্লো-পয়জনিংয়ের মাধ্যমে আওয়ামী সরকার খালেদা জিয়াকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল।’

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিগত সময়ে খালেদা জিয়াকে এমন কিছু করা হয়েছে, যাতে তিনি দ্রুত সময়ে পৃথিবী ত্যাগ করেন।’

আরও পড়ুন:

এ সময় বিএনপির রাজনৈতিক অবস্থান শক্ত করার পেছনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘তার ওপর যে অত্যাচার হয়েছিল, মানুষের দিকে তাকিয়ে তিনি তা সহ্য করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ। কিন্তু তিনি সেই গণতন্ত্র দেখে যেতে পারলেন না।’

এফএস