খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে মো. তাহেরের সই

শোক বইয়ে স্বাক্ষর করছেন মো. তাহের
শোক বইয়ে স্বাক্ষর করছেন মো. তাহের | ছবি: জামায়াতের ফেসবুক পেজ
1

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আজ (মঙ্গলবার,৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল শোক বইয়ে স্বাক্ষর করতে গুলশান কার্যালয়ে উপস্থিত হন।

এসময় সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং এনডিএফ নেতা ডা. এসএম খালেদুজ্জামান।

এসময় জামায়াত নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতাদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন:

খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এসএস