মনোনয়নপত্র জমা দিয়ে ফখরুল জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়।
তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ে এক মোনাজাতে অংশ নেন।
এ সময় ফখরুল বলেন, ‘এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে—এবং আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি বলেন, ‘এ ব্যবস্থায় নারী-পুরুষ সকলেই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা চাই।’
এ বিষয়ে আজ রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বিএনপির এ সিনিয়র নেতা।
পোস্টে তিনি লেখেন, আমি রাজনীতি করছি ছাত্রাবস্থা থেকে। আমার রাজনীতির একটাই লক্ষ্য ছিল এবং আছে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এ লক্ষ্যে নিজের পরিবার রেখে ঠাকুরগাঁওয়ে থেকে মানুষের জন্য কাজ করেছি।
তিনি বলেন, ‘আমার নিয়ত আল্লাহ জানেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। তবে আমার এ দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমার যা কিছু অর্জন, তা আপনাদের সমর্থনে ও দোয়ায় এবং আল্লাহর রহমতে।’
মির্জা ফখরুল বলেন, ‘তবে যে মানুষটি আমাকে সব চেয়ে বেশি সাহস দিয়েছে, আমার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করেছে, তিনি আমার স্ত্রী। আজ তাকে পাশে রেখে, আমার নেতাকর্মীদের নিয়ে নমিনেশন পেপার সাবমিট করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’





