নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সিটিজেনরা। ম্যাচের তিন গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে রায়ান চেরকির পাস থেকে গোল করেন তিজানি রেইন্ডার্স। তবে ৫৪ মিনিটেই সমতায় আসে ফরেস্ট। ওমারি হাচিনসন সমতা আনেন ম্যাচে। সিটির হয়ে ৮৩ মিনিটে জয়সূচক গোল করেন রায়ান চেরকি। তাতেই ৩ পয়েন্ট নিশ্চিত করে পেপ গার্দিওলা শিষ্যরা।
আরও পড়ুন:
রাতের আরেক ম্যাচে ব্রাইটনকে হারিয়েছে আর্সেনাল। ১৪ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় গানাররা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের লিডে। ৫২ মিনিটে জর্জিনিয়ো রুটারের আত্মঘাতী গোল আর্সেনালকে এনে দেয় ২-০ গোলের লিড। ৬৪ মিনিটে দিয়েগো গোমেজ ব্রাইটনের হয়ে ব্যবধান কমান। এই জয়ের পর ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মিকেল আর্তেতার শিষ্যরা।





