কারাবরণের ঝুঁকিতে ফুটবলার অ্যান্ডি ক্যারোল

ফুটবলার অ্যান্ডি ক্যারোল
ফুটবলার অ্যান্ডি ক্যারোল | ছবি : সংগৃহীত
0

লম্বা সময়ের জন্য কারাবরণের ঝুঁকিতে রয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার অ্যান্ডি ক্যারোল। আগামী মঙ্গলবার তার বিরুদ্ধে রায়ের কথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

তবে আইনি জটিলতার কারণে তার অপরাধ প্রকাশ করা হয়নি। মঙ্গলবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। ইংল্যান্ডের প্রভাবশালী গণমাধ্যম দ্য সানের ভাষ্য, লম্বা সময়ের জন্যই জেল হতে পারে অ্যান্ডি ক্যারোলের।

আরও পড়ুন:

এরইমাঝে সাবেক এ লিভারপুল তারকার বিপক্ষে ব্রিটিশ আইনের ‘নন মলেস্টেশন অর্ডারে’র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। এক সময়ের নামী এ স্ট্রাইকার এর আগে গ্রিসেও নারীঘটিত অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

যদিও তাকে গ্রেপ্তার হতে হয়নি। বর্তমানে ক্যারল খেলছেন ইংল্যান্ডের ৬ষ্ঠ বিভাগের ক্লাব ডাগেনহ্যাম এন্ড রেডব্রিজে। তিনি একইসঙ্গে ক্লাবের অন্যতম অংশীদার।

এফএস