শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

শীতের সকাল
শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

চুয়াডাঙ্গায় কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষি, শ্রমিক, রিকশা ও ভ্যান-চালকসহ খেটে খাওয়া মানুষ। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।

এ জনপদে দ্রুত কমেছে এ জেলার তাপমাত্রার পারদ। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এছাড়া হিমেল হাওয়া প্রবাহিত থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছেন না। শীতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে আজ ( রোববার, ২৮ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

এফএস