চট্টগ্রামের বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হাঁস মুরগির দামও

হাঁস মুরগির বাজার
হাঁস মুরগির বাজার | ছবি: সংগৃহীত
0

ছুটি ও শীতের তীব্রতায় চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে হাঁস মুরগির চাহিদা। ফলে বেড়েছে এসবের দাম। বিশেষ করে বয়লার মুরগির দাম গত দশদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। আর দেশি ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বাড়তি দামে।

আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) নগরের কাজিরদেউড়ি বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে ১৫০ টাকার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। পাশাপাশি বেড়েছে হাঁসের দামও। দোকানিরা জানান, শীতের সময় মুরগির খামারগুলোতে বয়লার উৎপাদন কম হয়। তাই যোগানও কম।

আরও পড়ুন:

এর সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনকে ঘিরে মুরগির চাহিদা বাড়ায় দাম বেড়েছে। পাশাপাশি শীতকে ঘিরে হাসের মাংসের বাড়তি চাহিদা রয়েছে জানান বিক্রেতারা। দেড় কেজির একটি হাঁস বিক্রি হচ্ছে হাজার থেকে ১২শ’ টাকায়। যা শীতের আগে পাওয়া যেত ৭ থেকে ৮শ’ টাকায়।

এই বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩০০ থেকে ৩২০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। পাশাপাশি বেড়েছে কবুতরের মাংসের চাহিদাও। বিক্রেতারা বলছেন, দুই সপ্তাহ আগেও ছোট কবুতর জোড়ায় ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হত। চাহিদা বেড়ে যাওয়ায় এখন কবুতর বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকায়।

ক্রেতাদের অনেকের অভিযোগ, দুই সপ্তাহের ব্যবধানে যেই দাম বেড়েছে তা অযৌক্তিক। তারা জানান, আগে বয়লার মুরগির কেজি ছিল ১৫০ টাকা, সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৬০ থেকে ২৭০ টাকায় ও দেশি মুরগির দাম ছিল কেজি ৫২০ টাকা।

ইএ