চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় চারজন নিহতসহ আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এঘটনায় অ্যাডভেঞ্চার লঞ্চের পাঁচ স্টাফ ও লঞ্চ আটক করেছে ঝালকাঠি পুলিশ।
তবে লঞ্চ দুটি গন্তব্য শনাক্ত না করার কারণে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।





