আসছে হ্যাকার ওয়ান বাগ হান্ট ২০২৬

হ্যাকার ওয়ান বাগ হান্ট
হ্যাকার ওয়ান বাগ হান্ট | ছবি: সংগৃহীত
0

২০২৩ সাল থেকে শুরু হওয়া ইনফরমেশন সিকিউরিটি কনফারেন্স হ্যাকার ওয়ান বাগ হান্টের ৩য় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ১০ জানুয়ারি। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্স এই হান্ট অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিগত বছরগুলোর সফল আয়োজনের ধারাবাহিকতায় হ্যাকার ওয়ান বাগ হান্ট টুয়েন্টি টুয়েন্টি সিক্স এবার আরও বৃহৎ কলেবরে অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবেন সাইবার সিকিউরিটি প্রফেশনাল, বাগ বাউন্টি হান্টার, ডেভেলপার ও শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার শুরু থেকেই হ্যাকার ওয়ান বাগ হান্ট বাংলাদেশের ইথিক্যাল হ্যাকার, ভলনারেবিলিটি রিসার্চ ও রিয়েলিস্টিক সিকিউরিটির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন:

২০২৩ সালের প্রথম আয়োজন ছিল ভিত্তিমূলক। এর পরের বছরের আয়োজন বাংলাদেশকে সাইবার সিকিউরিটি খাতে আরও শক্তিশালী করে তোলে। এবারের আয়োজনের মূল লক্ষ্য আরও একধাপ এগিয়ে যাওয়া।

এই বছরের আয়োজনে বিশেষভাবে গুরুত্ব পাবে রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক সিনারিও, সফটওয়্যার সাপ্লাই চেইন সিকিউরিটি, অ্যাডভান্সড এক্সপ্লয়টেশন টেকনিক ও প্র্যাকটিকাল ডিফেন্সিভ ইনসাইটস। যা উপস্থাপন করবেন এক্সপেরিয়েন্সড ইন্ডাস্ট্রি প্রফেশনালরা।

আয়োজকরা এবারের আয়োজনকে শুধু একটি কনফারেন্স নয়, বরং একটি ‘লার্নিং ব্যাটল ফিল্ড’ বলছেন, যেখানে থিয়োরি ও রিয়েলিটির হেড অন কলিশন ঘটবে এবং কমন সিকিউরিটি আইডিয়া চ্যালেঞ্জের মুখে পড়ে।

হ্যাকার ওয়ান বাগ হান্ট ২০২৬ এর রেজিস্ট্রেশন চলমান। অংশগ্রহণে আগ্রহী হলে যেতে হবে এই ওয়েবসাইটে।

সেজু