হাদির খুনিদের গ্রেপ্তার ও ৩০ কার্যদিবসের মধ্যে বিচারে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’
ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’ | ছবি: সংগৃহীত
0

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহিদ ওসমান হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিতকরণ এবং কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ‘শহীদি শপথ’ নিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সব মতের মানুষদের সঙ্গে নিয়ে শপথ নেয় সংগঠনের সদস্যরা।

এসময় ২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এর সঙ্গে পরবর্তী প্রোগ্রাম থেকে রাজপথ না ছাড়ার ঘোষণা দেন ওসমান হাদির ভাই ওমর ফারুক।

আরও পড়ুন:

এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ২৪ ও ২৫ ডিসেম্বর কোনো কর্মসূচি দিচ্ছে না সংগঠনটি। তবে এ দু’দিন ওসমান হাদির লড়াই সংগ্রাম নিয়ে সারা দেশে দেয়াল লিখনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ওসমান হাদির ‘বাণী’ ছড়িয়ে দেয়া আহ্বান জানায় সংগঠনটি।

সেজু