তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বগুড়া; সাজানো হয়েছে ‘গ্রিন এস্টেট’ বাড়ি

তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়ায় তার গ্রিন এস্টেট বাড়ি সাজানো হয়েছে
তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়ায় তার গ্রিন এস্টেট বাড়ি সাজানো হয়েছে | ছবি: এখন টিভি
2

প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বগুড়া-৬ আসন থেকে। তার আগমন উপলক্ষে উচ্ছ্বসিত বগুড়ার নেতাকর্মীরা। সাজানো হয়েছে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের ‘গ্রিন এস্টেট’ বাড়ি।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে সারাদেশের মতো উচ্ছ্বসিত বগুড়াবাসীও। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমন ঘিরে বগুড়ায় চলছে নানা আয়োজন।

এরই মধ্যে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাড়িটি ২০০০ সালে সংস্কার করে ‘গ্রিন এস্টেট’ হিসেবে গড়ে তোলেন তারেক রহমান।

পরবর্তীতে ২০০১-২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যেই বাড়িটিতে অবস্থান করতেন তিনি। নেতাকর্মীরা মনে করছেন, নির্বাচনি প্রচার চালাতে এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে এবারও হয়তো এ বাড়িতিই অবস্থান করবেন তিনি।

আরও পড়ুন:

সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী, যে আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বগুড়া সদর-৬ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। তাই নির্বাচনি প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় নেতাকর্মীরা।

সাবেক সংসদ সদস্য ও বগুড়া-৭ আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হেলালুজ্জামান লালু জানান, নির্বাচনের আগে তারেক রহমান বগুড়ায় আসবেন। সে কারণে বাড়িটি সংস্কার করে বসবাসের উপযোগী করা হয়েছে।

তিনি বলেন, ‘ওনার আগমনের খবর পাওয়া মাত্রই, আমরা এটার ধোয়া-মোছার কাজ শুরু করেছি। কারণ এটাতো ওনার বাসা। উনি এখানে কতক্ষণ থাকবেন, কত ঘণ্টা থাকবেন, তা জানি না। তবে উনি এখানে আসবেনই। উনি এখানে আসবেন, নির্বাচন করবেন, এখানেই থাকবেন।’

২০০১ সালে তারেক রহমান বিএনপির প্রাথমিক সদস্য হন বগুড়ার গাবতলী থেকে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ‘ওয়ান ইলেভেন’ সরকারের সময় তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। এরপর থেকেই লন্ডনে অবস্থান করছেন তিনি। সম্প্রতি তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তাকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়াবাসী।

এসএইচ