রিয়ালের জার্সিতে গোলখরায় ভিনিসিয়াস, শুনছেন দুয়োধ্বনি

ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র | ছবি: সংগৃহীত
0

টানা ১৪ ম্যাচে গোলহীন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। ৪ অক্টোবরের পর থেকে কোনো ম্যাচে গোল পাননি ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার। এতে ভক্তদের কাছেও শুনতে হচ্ছে দুয়োধ্বনি।

লা লিগায় সবশেষ ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। কিন্তু এ ম্যাচেও গোলশূন্য থাকেন ভিনিসিয়াস। জিতলেও পারফরম্যান্স দিয়ে দর্শকদের সন্তুষ্ট করতে পারেননি তিনি। তাই তার ক্যারিয়ারের সবচেয়ে লম্বা গোলখরা চলছেই।

আরও পড়ুন:

এর ফলে ভক্তদের দুয়োধ্বনিও শুনতে হচ্ছে তাকে। ফলে চাপ বাড়ছে রিয়ালের উপর। এ বছর ১৩ গোল করা ভিনি খুব একটা স্বস্তিতে নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিয়াল মাদ্রিদের জার্সির ছবির বদলে জাতীয় দলের জার্সি গায়ে ছবি দিয়েছেন তিনি।

এসএইচ