ইউরোপিয়ান ফুটবল: জয় পেয়েছে বড় ক্লাবগুলো, নিউক্যাসেলের বিপক্ষে চেলসির ড্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইউরোপিয়ান ফুটবলে বড় ক্লাবগুলো মাঠে নেমেছে গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) রাতে। যেখানে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, ইউভেন্তুাসের মতো বড় ক্লাব। ইংলিশ প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিউক্যাসেলের বিপক্ষে ড্র করেছে চেলসি।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ জয়ে ১৮ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচের ৩৮তম মিনিটে রদ্রিগোর নেয়া ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়ান জুড বেলিংহ্যাম। বিরতির আগে কেউই আর কোনো গোল পায়নি।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে চেষ্টা করে সেভিয়া। তবে জুড বেলিংহ্যামকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে দলটির ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মার্কো। ম্যাচের ৮৪ মিনিটে রদ্রিগোগে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস।

আরও পড়ুন:

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো বড় ক্লাবগুলো। ঘরের মাঠ ইতিহাদে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন দলটির নরওয়েজিয়ান তারকা আলিং হালান্ড।

অপর ম্যাচে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। আরেক ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরেই রয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

শনিবার বড় ক্লাবগুলো জয় পেলেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসিকে। নিউক্যাসেলের মাঠে অবশ্য প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পরে ব্লুজ। তবে বিরতি থেকে ফিরে দারুণ ফুটবল খেলে শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে পেরেছে ব্লুজ বাহিনী।

এদিকে সিরি-আতে এএস রোমাকে ২-১ গোলে হারিয়েছে ইউভেন্তুাস। বুন্দেস লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে লেপজিগকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেন।

ইএ