কুমিল্লা-৪ আসনে প্রার্থী হয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং নোয়াখালী-৬ আসনে লড়বেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তারা সবাই শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
আরও পড়ুন:
সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বা কোনো ধরনের প্রতিকূলতা থাকলে তা যাচাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।’ তিনি আরও জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘দলের মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশগ্রহণ করবেন।’ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত কাউকে সংসদে পাঠাতে চায় না; প্রার্থী নির্বাচনি আইন মানতে বাধ্য, তা না মানলে প্রার্থিতা বাতিল হবে।’
আরও পড়ুন:
