নেপলসের স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনায় ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক নাপোলি। ডেভিড নেরেসের পাস থেকে বল জালে জড়ান রাসমুস হয়লুন্দ। ২৬ মিনিটে ডি লরেঞ্জোর দারুণ এক হেড ফিরিয়ে দেন ইয়্যুভেন্তাস গোলরক্ষক ডি গ্রেগরিও।
আরও পড়ুন:
ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই ড্রেসিংরুমে ফেরে দুই দল। ম্যাচের ৫৯ মিনিটে কেনান ইয়েলদিজের গোলে ম্যাচে সমতা আনে য়্যুভেন্তাস। তবে ৭৮ মিনিটে হয়লুন্দের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে নাপোলি। এই জয়ের পর ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সিরিআ'তে সবার ওপরে আছে দলটি।





