নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ওয়ার্ড ছাত্রদল কার্যালয় ভাঙচুরসহ ফেলে রাখা হয় কার্যালয়ে থাকা ছবি। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইউনিয়নের হোরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়ার্ড কার্যালয় দখল নেয়াকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রাকিব হাসান ও ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সিজানের সঙ্গে বিরোধ চলছিল।

এর জেরে দুপুরের রাকিবসহ তার সমর্থকরা এসে ৮ নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয় দখলে নিতে চায়। এসময় সিজানসহ তার কর্মীরা এতে বাধা প্রদান করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

আরও পড়ুন:

সংঘর্ষের আগে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ছাত্রদল কার্যালয়ে থাকা আসবাবপত্র। ফেলা রাখা হয় কার্যালয়ে ছবিগুলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

সেজু