লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বাংলাদেশ-ভারত সীমান্তের ছবি
বাংলাদেশ-ভারত সীমান্তের ছবি | ছবি: সংগৃহীত
0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) ভোরে শমশেরনগর সীমান্তের সীমানা পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার জন্য সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করেন।

এসময় সীমান্তে দায়িত্বরত ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সবুজ মিয়া।

আরও পড়ুন:

নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।

এসএইচ