ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যমতে, আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
পরে পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট সেখানে কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।





