বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান
বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান | ছবি: সংগৃহীত
0

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

আজ (বুধবার, ২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগের বিষয়ে আংশিক শুনানি হয়েছে। এসময় ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন।

অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিতে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার। ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘মুক্তবাক’ টকশোতে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে ‘আমি এ বিচার মানি না’সহ নানা মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

প্রসিকিউশনের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে অবজ্ঞা করেছেন এবং বিচারক ও বিচার প্রার্থীদের অবমাননা করেছেন। প্রসিকিউশন জানায়, এ ধরনের অভিযোগে সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড।

এএইচ