শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাবিতে ই-কার্ট সার্ভিস চালু

ই-কার্ট সার্ভিস
ই-কার্ট সার্ভিস | ছবি: এখন টিভি
0

ক্যাম্পাসের ভেতর পরিবহন সমস্যা নিরসনে ও খরচ কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হলো ই-কার্ট সার্ভিস। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-রুয়ার উদ্যোগে শুরুতে পাঁচটি ই-কার্ট দিয়ে এ সার্ভিসটি চালু করা হলো আজ।

আজ (বুধবার, ২৬ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে সার্ভিসটির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রুয়ার নেতৃবৃন্দ।

আগেই পাঁচটি ই-কার্ট প্রশাসনের হাতে তুলে দেন রুয়ার নেতৃবৃন্দ। ক্যাম্পাসে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে। সার্ভিসটি একবার ব্যবহারের জন্য একজন শিক্ষার্থীকে পাঁচ টাকা প্রদান করতে হবে। একটি ই-কার্টে একসাথে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী বসতে পারবে। ক্যাম্পাসে নতুন ই -কার্ট পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিলো এই ই কার।আমাদের ১১তম ইশতেহারে ছিলো পরিবহন ব্যাবস্থাপনা সহজিকরণ, সেটারই একটা উদ্যোগ আজ বাস্তবায়ন হলো।’

রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান জানান, আপাতত পাঁচটি ই-কার্ট দিয়ে সার্ভিসটি চালু করা হলো। আরও একটি ই-কার্ট সার্ভিস বাড়ানো হবে। ভবিষ্যতেও রুয়ার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাবৃত্তিসহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীবও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়নে রুয়া কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

এএইচ