জুলাই চেতনা নিয়ে রাজনীতি করতে চাইলে আ.লীগের মতো ধ্বংস হতে হবে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
0

যারা জুলাই চেতনা নিয়ে রাজনীতি করতে চায় তারা আওয়ামী লীগের মতো ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২২ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘একটি রাজনৈতিক দল জুলাই বিপ্লবের মালিকানা দাবি করছে। যা দেশের জন্য ভালো হবে না।’

তিনি আরও বলেন, ‘সাংবিধানিকভাবে গণতন্ত্র হত্যার ইতিহাস হাসিনা-মুজিবের ইতিহাস।’

শেখ হাসিনাকে কয়েক হাজার ফাঁসি দিলেও তার বিচার শেষ হবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়া প্রমান করে তারা এদেশের জনগণের জন্য রাজনীতি করে না বলে জানান সালাহউদ্দীন আহমদ।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!