আজ নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে অংশ নেয় জামায়াত, এনসিপিসহ ৬টি রাজনৈতিক দল। সংলাপের প্রথম পর্বে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির অভিযোগ করে বলেন, ‘আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন সিদ্ধান্তহীনতায় ভুগছে।’ তার দাবি, আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে এখনও অনেক সংশয় রয়েছে।
এছাড়া সংলাপে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসীরা গণভোটে কীভাবে ভোট দেবেন, তা স্পষ্ট নয়।’ তিনি প্রতি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের দাবিও জানান।
সংলাপে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব করেন মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. তাসনিম জারা।
বিকেলে দ্বিতীয় পর্বের সংলাপে অংশ নেবে বিএনপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্যসহ আরও ছয়টি রাজনৈতিক দল।





