এ বক্তব্যটি বেজোসের বহু পুরোনো ধারণাকেই নতুন করে সামনে নিয়ে আসে। তার মতে, পৃথিবীকে মূলত মানুষের বসবাসের জন্যই সংরক্ষণ করা উচিত এবং উচ্চ-প্রভাবশালী শিল্প কার্যকলাপকে মহাকাশে সরিয়ে নিয়ে যাওয়া উচিত।
নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে বক্তব্য রাখার সময় বেজোস পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি তুলে ধরেন। বেজোসের প্রস্তাব হলো, নতুন নতুন উদ্ভাবন থামানো যাবে না। কিন্তু শক্তি উৎপাদন এবং ডিজিটাল অবকাঠামোসহ সমস্ত ভারী শিল্পকে মহাকাশে স্থানান্তরিত করতে হবে।





