পতেঙ্গায় বাসে অগ্নিসংযোগ

বাসে অগ্নিসংযোগ
বাসে অগ্নিসংযোগ | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাসটির প্রায় এক-তৃতীয়াংশ পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল (রোববার, ১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার পর পতেঙ্গার জিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, রাত দেড়টার পর দুর্বৃত্তরা পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সাধারণত ওই এলাকায় রাতের বেলায় প্রায় ৪০টি বাস পার্কিং করা থাকে, যেগুলো দিনে আশপাশের রুটে চলাচল করে থাকে।

আরও পড়ুন:

ওসি জানান, আগুনে বাসটির যাত্রী আসনসহ এক-তৃতীয়াংশ অংশ পুড়ে গেছে। বাসের মালিক থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার মধ্যেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটল। রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিহত কর্মসূচির ঘোষণা দিয়েছে। লকডাউন কর্মসূচি পালন করছে দলটি।

ইএ