১০ দাবিতে কার্গো ভেসেল ও কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

পণ্য পরিবহন নীতিমালা বাস্তবায়ন এবং সমুদ্র বন্দর থেকে বাল্কহেডে পণ্য পরিবহন বন্ধ করাসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ (রোববার, ১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিআরইউ এর সাগর রুনি হলে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থা দুটি এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘পণ্য পরিবহন নীতিমালা ২০২৪ এর নীতি নির্ধারনী কমিটিতে দেশে জাহাজের সংখ্যার অনুপাতে প্রতিনিধি নির্ধারণের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।’

আরও পড়ুন:

এ সময় পণ্য আমদানি বাড়লে দেশ জাহাজ সংকটে পরবে বলেও জানান আয়োজকেরা। তারা বলেন, ‘দেশের ৮০ শতাংশ পণ্য আমদানি হয় নৌপথে। ফলে দেশে জাহাজ সংকট তৈরি হলে তা জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলবে।’

ইএ