ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ (শনিবার, ১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের কর্মী-সমর্থকরা।

এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:

ধারণা করা হচ্ছে শরিক দলের জন্য আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ও কেন্দ্রীয় বিএনপিসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অর্ধ ডজন প্রার্থী দলের মনোনয়ন প্রত্যাশী।

অবরোধ চলাকালে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা।

পরে জনদুর্ভোগ বিবেচনায় বিকেল পৌনে ৪টায় বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শাহজাহান সিরাজের সমর্থনে মহাসড়কে মোটরসাইকেল শোডাউন বের করা হয়।

সেজু