জম্মু-কাশ্মীরের পুলিশ স্টেশনে বিস্ফোরণ: নিহত ৭, আহত ২৭

বিস্ফোরণের পর পুলিশ স্টেশন
বিস্ফোরণের পর পুলিশ স্টেশন | ছবি: সংগৃহীত
0

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি পুলিশ স্টেশনে বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। গতকাল (শুক্রবার, ১৪ নভেম্বর) রাতে জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তূপ বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও ফরেনসিক দলের কর্মকর্তারা জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই প্রশাসনিক কর্মকর্তাসহ পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা নিহত হয়।

আরও পড়ুন:

দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল শাকিলের বাড়ি থেকে উদ্ধার করা হয় বিস্ফোরকগুলো।

ইএ