ক্যাস্ট্রল এবং কিয়া-এর যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা বাংলাদেশের গলফারদের অংশগ্রহণ, অগ্রগতি এবং ঐতিহ্য উদযাপনের ধারাবাহিকতা বহন করছে।
আরও পড়ুন:
টুর্নামেন্টের আয়োজক হিসেবে রয়েছে গলফহাউস, সহযোগিতায় রয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব এবং সহযোগী হিসেবে যুক্ত রয়েছে একাধিক ব্র্যান্ড ও গণমাধ্যম।
প্লেয়ার পার্টনার হিসেবে আছে সুমিজ হটকেক এবং ডেলিফ্রান্স, আর ড্রাইভকেয়ার পার্টনার হিসেবে রয়েছে রাইডঅন। টুর্নামেন্টের বিস্তৃত সংবাদ কাভারেজ ও জনসম্পৃক্ততার জন্য মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে এখন টিভি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, গলফনিউজ টিভি, দৈনিক বণিক বার্তা, এবং দৈনিক যায়যায় দিন।





