ধর্মেন্দ্রর টিম জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই। একই সঙ্গে তারা অনুরোধ করেছে, ধর্মেন্দ্রর স্বাস্থ্যের বিষয়ে কোনো ভুয়া খবর বা গুজব না ছড়াতে এবং তার ও তার পরিবারের গোপনীয়তা বজায় রাখতে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর অসুস্থ হয়ে পড়ায় ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বলিউড মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ে।
ভুয়া সংবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তার স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী। তিনি এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে এমন মিথ্যে খবর ছড়াতে পারে একজন মানুষকে নিয়ে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এ কঠিন সময়ে পরিবারের প্রতি সম্মান দেখান এবং আমাদের একান্তে থাকতে দিন।’




