কিংবদন্তি অভিনেতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র; স্থিতিশীল অবস্থায় ফিরলেন বাড়িতে
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে।

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর গুজব: মেয়ে এশা দেওল
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম মৃত্যুর খবর দেয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতার শোক জানিয়ে পোস্টও দেন। তবে এরপর অভিনেতার মেয়ে এশা দেওল বলেছেন, মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল।