নতুন শ্রম আইন প্রস্তাবের প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ

পর্তুগালে বিক্ষোভ করছেন মানুষ
পর্তুগালে বিক্ষোভ করছেন মানুষ | ছবি: সংগৃহীত
0

কর্মীদের অধিকার লঙ্ঘন করে এমন শ্রম আইন প্রস্তাবের প্রতিবাদে উত্তাল পর্তুগালের রাজধানী লিসবন। গতকাল (শনিবার, ৮ নভেম্বর) লিসবন এভিনিউর প্রতিবাদ মিছিলে লাখো মানুষের ঢল।

নতুন আইনে কর্মীদের চাকরিচ্যুত করার বিষয়ে মালিকপক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা দেয়া, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আউট সোর্সিং, ছুটি সীমিত করা, গর্ভপাতের পর নারীদের অবসাদজনিত ছুটি কমিয়ে আনার প্রস্তাব অন্তর্ভুক্ত করতে চায় দেশটির ডানপন্থী সরকার।

আরও পড়ুন:

পাশাপাশি সদ্য মা হয়েছেন এমন কর্মীদের কর্ম ঘণ্টায় ২ বছর যে ছাড় দেয়া হতো, সেটিও কমানোর প্রস্তাব করা হচ্ছে বিতর্কিত এই শ্রম আইন প্যাকেজে। সরকারের দাবি, পশ্চিম ইউরোপের দরিদ্রতম দেশটিতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আইনের সংস্কার আনা প্রয়োজন। সরকারের এমন সিদ্ধান্তের জেরে আগামী ১১ ডিসেম্বর কর্মবিরতি ও সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন।

ইএ