৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: গ্রেপ্তারের পর কারাগারে এক্সিম ব্যাংকের সাবেক এমডি

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন | ছবি: সংগৃহীত
0

৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি তার জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বাসসকে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন।

আরও পড়ুন:

এর আগে, আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ অনুমোদন করে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে গত ১৭ আগস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে কোনো প্রকার জামানত না দিয়ে, কোনো পণ্য ক্রয় না করে ব্যাংক কর্তৃপক্ষের যোগসাজশে বিশাল অঙ্কের এ অর্থ আত্মসাৎ করে মদিনা ডেটস অ্যান্ড নাটস নামের প্রতিষ্ঠান।

ইএ