প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহভাজনরা দাগি চোর। এর আগেও বেশ কয়েকটি চুরির মামলায় ধরা পড়েছে তারা। পুলিশের কাছে পরিচিত মুখ। শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এই ধরনের চুরির মামলা সমাধানে বিশেষজ্ঞ পুলিশ কর্তাদের এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের ৯৬ ঘণ্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
ফ্রান্সের আইনমন্ত্রী স্বীকার করেছেন যে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ভয়াবহ এই চুরির ঘটনা ঘটেছে।
ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়, এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুইজনকে গ্রেফতার করা হয় শনিবার সন্ধ্যায়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্তও করছে পুলিশ।
উল্লেখ্য, গত রোববার বিশ্বের সবচেয়ে দর্শকপ্রিয় এ ল্যুভ জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনা ঘটে। চারজন ব্যক্তি দিনে দুপুরে অনেকটা ফিল্মি স্টাইলে জাদুঘরে প্রবেশ করে।





