নিয়োগ বাণিজ্য ও প্রশ্ন ফাঁসের অভিযোগে কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসে তালা

কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা
কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা | ছবি: এখন টিভি
0

নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস, ঘুষ বাণিজ্যের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় বিক্ষুব্ধ ছাত্র জনতা জানায়, গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার আগের দিন মধ্যরাতে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে ৩০জন পরীক্ষার্থীকে প্রশ্ন দেওয়া এবং তাদের পরীক্ষা নেয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে জেলায় তোলপাড় সৃষ্টি হয়।

আরও পড়ুন:

এমন তথ্যের ভিত্তিতেই আজ দুপুর ১২টায় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই সঙ্গে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এসময় নিয়োগ পরীক্ষা বাতিল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিতে কর্মসূচি দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা।

এফএস