১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে: জয়নুল আবদিন

কথা বলছেন জয়নুল আবদিন ফারুক
কথা বলছেন জয়নুল আবদিন ফারুক | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা ২০০১ সালেও বন্ধু ছিলাম, এখনো বন্ধু। বন্ধু-বন্ধু ভোট করবো। এ রায় সবাই মেনে নেবো। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট হবে। কারণ শেখ হাসিনাও নেই, তারা গুন্ডা-পান্ডারা নেই; যে দিনের ভোট রাতে নেবে এবং কেন্দ্র দখল করবে।’

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীতে তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসাতে আলিম পাঠদানের অনুমতি ও ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মেরেছে এবং বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের হত্যা করেছে আয়নাঘরে নিয়ে। তাই আমাদের মধ্যে মতাদর্শ ভিন্ন থাকলেও ২০০১ সালের মতো আমরা বন্ধু-বন্ধু মিলে ভোট করবো। জনরায় যা হবে, তা আমরা মেনে নিয়ে এলাকাতে ঐক্যবদ্ধভাবে থেকে উন্নয়ন করবো।’

মাদ্রাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক এম আজিম চৌধুরী আজিম চৌধুরী।

পরে আলিম প্রথম বর্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ব্যাগ, খাতা, কলম ও পরিচয়পত্র তুলে দেন তিনি।

সেজু