মালয়েশিয়ায় দেশিয় পণ্যের বাজার সম্প্রসারণে হাইকমিশনের জোর প্রচেষ্টা অব্যাহত

মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল
মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল | ছবি: এখন টিভি
1

মালয়েশিয়ার ঐতিহাসিক প্রাদেশিক শহর মালাক্কায় অনুষ্ঠিত হলো মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল। ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত চারদিনব্যাপী এ ফেস্টিভালে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, ট্যুরিজমসহ ৯টি ক্লাস্টারে বিশ্বের ৮টি দেশ চার শতাধিক বুথের মাধ্যমে পণ্য প্রদর্শন করে। দ্বিতীয়বার অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশও।

মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় মালাক্কা ইসলামিক রিলিজিয়ন কাউন্সিল কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শন করে দেশিয় প্রতিষ্ঠান। এছাড়াও বাংলাদেশ হাইকমিশনের বুথে প্রদর্শিত হয় তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী ও ওষুধসামগ্রী। উদ্বোধনী পর্ব শেষে মালাক্কার মুখ্যমন্ত্রী ও অতিথিরা বাংলাদেশের স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুন:

এসময় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের সম্ভাবনা তুলে ধরেন এবং মালয়েশিয়ায় হালাল বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।

হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। এ কারণে কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য প্রদেশে বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাজার সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ। চলতি বছরে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশন।

মেলার শেষ দিনে সফল অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে আয়োজক কর্তৃপক্ষ সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করে।

এসএইচ