কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার প্রয়াণ

রাইলা ওডিঙ্গা
রাইলা ওডিঙ্গা | ছবি: এখন টিভি
0

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ (বুধবার, ১৫ অক্টোবর) ওডিঙ্গার দপ্তরের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে মৃত্যুর বিস্তারিত জানানো হয়নি।

ভারতের সংবাদমাধ্যম মাথ্রুভূমি জানিয়েছে, চিকিৎসার জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর কেরালার কোচিতে থাকা অবস্থায় বুধবার ওডিঙ্গা হার্টঅ্যাটাক করেন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওডিঙ্গা ছিলেন কেনিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিক ও বিরোধীদলীয় নেতা। তিনি পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনও নির্বাচনে জয়ী হতে পারেন নি। এর মধ্যে দুটি নির্বাচন পরিণত হয়েছিল ভয়াবহ সহিংসতায়, যেখানে বহু মানুষ নিহত হন।

গণতন্ত্রকামী নেতা হিসেবে ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্দোলনের ফলেই দেশে ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র এবং ২০১০ সালে নতুন সংবিধান চালু হয়।

২০০৭ সালের বিতর্কিত নির্বাচনের পর তার নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভই কেনিয়ার স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ওই সময় প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হন এবং লাখো মানুষ ঘরবাড়ি হারান।

এএইচ