দেশটির রাজধানী প্রাইয়ায় অবস্থিত জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।
আরও পড়ুন:
তবে দ্বিতীয়ার্ধে খোলস থেকে বের হন কেপ ভার্দের ফুটবলাররা। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড ডাইলোন লোচা লিভ্রামেন্টো।
৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উইলি সেমেদো। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান তিনগুণ করেন ডিফেন্ডার স্টোপিরা।
তারপরেই ১৫ হাজার দর্শকদের সামনে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার খুশিতে মাতেন কেপ ভার্দের ফুটবলাররা।





