পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল: অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ (সোমবার, ১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি ইসলামী ব্যাংক ‘একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবে বলে একটি স্বার্থান্বেষী মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহন করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন উল্লেখ করে এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এসএইচ