আজ (শনিবার, ১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল হক মমিন, সভাপতিত্ব করেন ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রাজী উদ্দিন আহমাদ শাহীন।
আরও পড়ুন:
এসময় সমাবেশে বক্তারা বলেন, ‘সরকারের প্রতি বারবার অনুরোধ জানানো সত্ত্বেও দীর্ঘদিন ধরে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করা হয়নি।’
অচিরেই এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।





