নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের

অভিযুক্ত শিক্ষক
অভিযুক্ত শিক্ষক | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় বুধবার (৮ অক্টোবর) রাতেই ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম।

উল্লেখ্য গত শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটায় ওই মাদ্রাসার দশ বছরের এক ছাত্রকে শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক বলাৎকার করে।

ঘটনার পর ওই ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনাটি জানালে প্রিন্সিপাল কাউকে না বলার জন্য ভয় দেখান বলে জানা যায়।

আরও পড়ুন:

পরে ঘটনাটি বুধবার এলাকায় জানাজানি হলে রাত আনুমানিক পৌনে নয় টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে।

সেজু