গুঞ্জনকে সত্যি করে বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন

এক ফ্রেমে রাশমিকা মান্দানা ও বিজয় দেভারকোন্ডা
এক ফ্রেমে রাশমিকা মান্দানা ও বিজয় দেভারকোন্ডা | ছবি: সংগৃহীত
0

গুঞ্জনকে সত্যি করে বাগদান সম্পন্ন করলেন ভারতের তেলেগু ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেভারকোন্ডা। এর আগে বেশ কয়েকবার তাদের সম্পর্কের গুঞ্জন উঠলেও বার বার তা এড়িয়ে গেছেন দুজনই। তবে এবার এ দুই তারকার ঘনিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বাগদানের খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, বিজয় বা রাশমিকা কেউই, নিজেদের সম্পর্ককে বার বার দিয়েছেন বন্ধুত্বের নাম। তবে তারা এটি কখনও অস্বীকার করেছেন বলেও শোনা যায়নি। 

ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত পরিসরে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তারা। ২০২৬ সালের ফেব্রুয়ারিত মাসে তারা বিয়ে করবেন।

আরও পড়ুন:

এক সূত্রে জানা যায়, এ দুজন এখনই তাদের বাগদান বা বিয়ের বিষয়ে ঘোষণা দিতে চান না। এর কারণ, তারা তাদের ব্যক্তিগত সময়টিকে রাখতে চান আলোচনার বাইরে।

রাশমিকা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল ‘ছাভা’, যা এ বছরই মুক্তি পেয়েছে। আর বিজয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘কিংডম’, এটিও ২০২৫ সালেই মুক্তি পেয়েছে।

এসএইচ