এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দুই এক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি অক্ষটি বর্তমানে উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা থেকে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় অবস্থায় আছে, তবে উত্তর বঙ্গোপসাগরের উপর তা মাঝারি সক্রিয়।





