বিনিয়োগ আকর্ষণে আগামী জাতীয় নির্বাচনের আগেই আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভবিষ্যতের যে কোনো সরকারকে এ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।’
এসময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গার্মেন্টস শিল্পকে কীভাবে আরও প্রতিযোগিতামূলক করা যায় সে বিষয়ে কথা বলেন। আলোচনায় কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা ও বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।