চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জার্সিতে অভিষেক রাঙালেন রাশফোর্ড

ম্যাচে রাশফোর্ডের গোল উদযাপনে তার সতীর্থরা
ম্যাচে রাশফোর্ডের গোল উদযাপনে তার সতীর্থরা | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) নতুন মৌসুমের প্রথম ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বার্সার জার্সিতে ইউসিএলে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড। অন্যদিকে নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

লন্ডনের এসটি জেমস পার্কে এদিন প্রথমার্ধে কোনো দলই গোল না করে বিরতিতে যায়। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন রাশফোর্ড।

আরও পড়ুন:

এরপর ৬৭ মিনিটে গোল করে জোড়া গোল পূরণ করেন এ ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের ৯০ মিনিটে নিউক্যাসেলের এনথোনি গরডোন ১টি গোল শোধ দিলেও আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে নাপোলির বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে সিটিজেনরা। গোল করেছেন আর্লিং হালান্ড ও জার্মেই ডোকু।

এসএইচ