গত সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের মুরগিতে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বাড়তি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে এক কেজি ব্রয়লার মুরগির দাম এখন ১৯০ টাকা।
কেজিতে ১৫ টাকা বেড়ে সোনালি মুরগির দাম উঠেছে ২৯০ টাকায় আর ২০ টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়।
আরও পড়ুন:
খাসির মাংস গত সপ্তাহের মতো আজও ১ হাজার ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকা।
এদিকে, ডিমের দাম সপ্তাহ ব্যবধানে হালি প্রতি ২ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা দরে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগির আমদানি কম থাকায় কেজিতে ২০ টাকা বেড়ে সব ধরনের মুরগির মাংসের দাম।





