ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী।
এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। এই নির্বাচনে একই পদে তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন।
আজ সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, ভিপি পদে মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক নিজেদের ভোট ছাড়া আর কারও সমর্থন পাননি।





