সরাসরি আপডেট

ডাকসু নির্বাচন
ডাকসু নির্বাচন | ছবি: এখন টিভি
3

ডাকসু নির্বাচন ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। একেকজন ভোটারকে সব মিলিয়ে ৪১টি ভোট দিতে হবে।

যে তিন ভিপি প্রার্থী একটি করে ভোট পেয়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী।

এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। এই নির্বাচনে একই পদে তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন।

আজ সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, ভিপি পদে মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক নিজেদের ভোট ছাড়া আর কারও সমর্থন পাননি।

ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ডাকসু নির্বাচনের ফল ঘোষণায় উঠে আসে তাদের নাম।

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো: জাহিদুল

ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান।

ডাকসুর ফলাফলে এগিয়ে সাদিক কায়েম, পিছিয়ে আবিদুল

ডাকসুর ৫টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৭০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট। রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়।

ডাকসুর ফলাফলে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন জিএস প্রার্থী হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফলে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি একথা জানান।

কারচুপির অভিযোগ তুলে ডাকসুর ফলাফল প্রত্যাখান আবিদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি একথা জানান।

'রাজনৈতিক দলগুলো যেভাবে নিজেদের প্রভাব দেখিয়েছে, এটি উদ্বেগজনক'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের প্রভাব দেখিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে একথা জানান তিনি।

ঢাবি ক্লাব কেন্দ্রে ভোট গণনায় অনাস্থা, বের হয়ে গেলেন ছাত্রদল পোলিং এজেন্ট

ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে বের হয়ে গেছেন ছাত্রদল মনোনীত পোলিং এজেন্ট জান্নাত। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভোট গণনার সময় বের হয়ে যান।

এদিকে ছাত্রদল এজেন্টদের ফিরে আসার অপেক্ষা করছেন রিটার্নিং অফিসার।

শেষ মুহূর্তের গণনা চলছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডিএমপির আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন ভোট গণনার কাজ চলছে।

এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

কিছু জায়গায় অস্বচ্ছতা দেখা গেছে, নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কিছু জায়গায় অস্বচ্ছতা দেখা গেছে। তবে এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল।

আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানে এ তথ্য জানান নেটওয়ার্কের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা।

ভিসি-প্রক্টর জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে: আব্দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে তারা ডাকসু নির্বাচনে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের।

কাল ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রকাশ ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্তিতি বিরাজ করছে। সারাদিন বিচ্ছিন্ন কিছু ঘটনা, অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলে এখন ঢাবি ক্যাম্পাস থমথমে। বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশ অর্থাৎ দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ভোট গণনা চলছে, দেখানো হচ্ছে বড় স্ক্রিনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। গণনা প্রক্রিয়া কেন্দ্রের বাইরে বড় স্কিনে দেখানো হচ্ছে।

ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ, ফলের অপেক্ষা

দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আটটি কেন্দ্রে শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হয় নির্ধারিত সময় বিকেল ৪টায়। তবে, ৪টার পরও যারা লাইনে ছিলেন, তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। এখন সবার দৃষ্টি ফলের দিকে।

প্রশ্ন এসেছে বলেই প্রত্যাহার: ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচনে ভোট দেয়ার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি করেছন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। উপাচার্য বলেন, ‘প্রশ্ন এসেছে বলেই একটি কেন্দ্র থেকে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি।’

বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের কাছে ডাকসু নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেলা ৩টার দিকে সিনেট ভবনের কেন্দ্রগুলো পরিদর্শনের পর তিনি বলেন, ‘এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না।’ উপাচার্য জানান, বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তিনি আরও নিশ্চিত করেন, নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেয়া হবে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনার ভোট বর্জন

ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। তিনি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী। তিনি আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন। তাহমিনা আক্তার বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য দেখছি।’ তাহমিনা আরও বলেন, ‘অমর একুশে হলে পোলিং অফিসার শিক্ষার্থীকে ব্যালট পেপার পূরণ করে দেয়ার ঘটনা ঘটছে। আবার আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য কর্তৃপক্ষে তথ্য দেয়া হয়েছিল। কিন্তু তারা একজনকে দেয়নি।’

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আজ দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টিএসসি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একুশে হলে ভোট কারচুপির অভিযোগ ফরহাদের

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফরহাদ বলেন, ‘ইউল্যাব কেন্দ্রে ৮ থেকে সাড়ে ১০টা পর্যন্ত কোনো লোককে ঢুকতে দেয়া হয়নি। সাড়ে ১০টায় সেখানে গেলে ঢুকতে দেয়া হয়নি। ছাত্রদলের ৮ থেকে ১০ জন পোলিং এজেন্ট থাকা সত্ত্বেও সেখানে থেকে ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

তিন ঘণ্টায় ৪৫ শতাংশ ভোট পড়েছে সুফিয়া কামাল হলের

কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে সকাল আটটা ২০ থেকে ১১টা ২০ পর্যন্ত তিন ঘণ্টায় প্রায় ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা।

সিনেট ভবন কেন্দ্রে ভোট পড়েছে ৬০ শতাংশ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে সিনেট ভবনের ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা ড. গোলাম রাব্বানী এ তথ্য জানান।

উদয়ন বিদ্যালয় কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫%

ডাকসু ও হল সংসদ নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১১০টি বুথে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। সকাল পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তা তারিক মনজুর এ তথ্য জানান। উদয়ন স্কুল কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন। এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ভোটার সংখ্যা ১ হাজার ৪৯৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ৭৫৩ জন, শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৬০৯ জন ও কবি জসীম উদ্‌দীন হলের ভোটার সংখ্যা ১ হাজার ২৯৮ জন। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দিতে কিছুটা সময় লাগছে বলে জানান ভোট দিয়ে বেরিয়ে আসা অনেকেই।

টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রথম ৩ ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। বেলা সোয়া ১১টায় এই তথ্য জানান কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি জানান, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। তিন ঘণ্টায় প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় কেন্দ্রটিতে ২ হাজার ২৮০টির মতো ভোট পড়েছে।

হুইল চেয়ারে ভোট দিতে এলেন মেঘমল্লার বসু

ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে প্রবেশ করেন।

এক ঘণ্টায় টিএসসি কেন্দ্রে ভোট পড়েছে ৭০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় এই কেন্দ্রে ৭০০ ভোট পড়েছে। টিএসসির ক্যাফেটেরিয়া ও ইনডোর গেমস রুমে ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে ক্যাফেটেরিয়ায় ৪২০ জন ও ইনডোর গেমস রুমে ২৮০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৪১ জন।

ট্যাগিং করে ভোট কমানোর চেষ্টা চলছে: ভিপি প্রার্থী শামীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ কয়েকটি গণমাধ্যমে ট্যাগিংয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে তার ভোট কমানোর চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সকালে সোয়া ১০টার দিকে সাংবাদিকদের শামীম হোসেন বলেন, ‘কয়েকটি চিহ্নিত গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে তাকে ট্যাগিং করা হয়েছে। এটার আশঙ্কা তিনি আগেই করেছিলেন। এই প্রোপাগান্ডার মাধ্যমে তার ভোট কমানোর চেষ্টা চলছে।’

ভোটাররা পছন্দের প্রার্থী আগেই ঠিক করে এসেছেন

ভোটের বুথে প্রবেশের আগে থেকেই অনেক ভোটার তাদের পছন্দের প্রার্থী তালিকা চূড়ান্ত করে এসেছেন। এর কারণ হিসেবে ঢাবির বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, এতগুলো প্রার্থীর মধ্য থেকে সঠিক প্রার্থীকে বেছে নেয়া বেশ কঠিন। তাই তারা আগের রাতেই ভিপি ও জিএসসহ অন্যান্য পদে কাকে ভোট দেবেন, তা ঠিক করে এসেছিলেন। ফলে তাদের ভোট দিতে মাত্র ৭ মিনিট সময় লেগেছে।

অভিযোগ করতে চাই না: ভিপি প্রার্থী আবিদুল

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শিবির–মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

একজন শিক্ষার্থীর ভোট দিতে গড়ে সময় লাগছে ৬ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের সময় লাগছে গড়ে ৬ মিনিট। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে গেলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে এ কথা জানান তারা।

এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে: ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে, ফল যাই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, ‌‘বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় সমস্যা তৈরি হয়েছে। একজন ভোটারকে দুটো ব্যালট পেপার দেয়ারও অভিযোগ আছে। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। কোনো কোনো শিক্ষক জামায়াতের ভাষায় কথা বলছেন।ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সত্যি নয়, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরইমধ্যে ভোটগ্রহণের সব ধরণের প্রস্ততি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত ডাকসু নির্বাচনে ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ডাকসু নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে।

ডাইভারশন থাকবে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং।

ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি: ঢাবি ভিসি

ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের দিকে পুরো দেশ তাকিয়ে আছে। বহুবছর পর আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি। ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে।’

ঢাবি উপাচার্য বলেন, ‘এবারের ডাকসু নির্বাচনে ৪০ হাজার ভোটার। মোট ৮টি কেন্দ্রে ও ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হবে। শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট দিতে আসবেন, আমরা অপেক্ষায় থাকবো।’

ড. নিয়াজ বলেন, ‘নারী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। নির্বাচনকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবে আয়োজন করার জন্য ভোট কেন্দ্রগুলো হল থেকে স্থানান্তর করে সমন্বিত করেছি।’

তিনি জানান, প্রতিটি কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রের বাহিরে থাকা মনিটরে সরাসরি দেখানো হবে। নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আসু