নিহত যুবকের নাম অনিক (১৯)। তিনি মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে সংঘর্ষ হয়।
এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ি চালক ও সহকারী। তবে এসময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না বলে জানা যায়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সাথে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’





